এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

চন্দ্রকোণায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত যুবক

Published on: November 10, 2022 । 9:54 PM

তমাল মণ্ডল: ক্ষীরপাই থেকে বাড়ি ফেরার পথে বওড়াতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ওই যুবকের নাম বাপ্পা সিং(৩২)। বাড়ি চন্দ্রকোণা থানার জাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত সাড়ে ৯টা নাগাদ বাইকে করে বাপ্পাবাবু তাঁর বাড়ি ফিরছিলেন। রাস্তার পাশেই রাখা ছিল রাস্তা মেরামতির রোলার গাড়ি। অনুমান করা হচ্ছে,  উল্টো দিকের লরির আলো চোখে পড়ায় তিনি রোলারে ধাক্কা মেরে পিচে পড়ে যান। সেই সময়ই একটি  লরি তার পেটের উপর দিয়ে চলে যায়। পুলিশ জানিয়েছে,মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক লরিটির হদিশ চলছে।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now