অরুণাভ বেরা: কর্পোরেট পুঁজির হাতে শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়া তথা শিক্ষায় বেসরকারীকরণ ও বাণিজ্যিকরণের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ দেখালো বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ। আজ ২৪ আগস্ট ঘাটাল কলেজ মোড়ে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও জেলা সহ-সভাপতি সুমন ঘোষ, ঘাটাল মহকুমা কমিটির সম্পাদক শ্রীবাস জানা, জোনাল কমিটি সম্পাদক সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পলাশ সিংহ রায়, চন্দন ভট্টাচার্য, সুমন ঘোষ, শ্রীবাস জানা এবং দেবাশিস ঘোড়ুই। বক্তারা বলেন, এই শিক্ষানীতিতে ‘অর্থ যার শিক্ষা তার’ এই নীতি রূপায়ণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই শিক্ষানীতি আমরা মানবো না। শিক্ষার সংকোচন নীতি সারা দেশজুড়ে চালু করবে কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।