বাবলু সাঁতরা,চন্দ্রকোণা: দমবন্ধ গরমে স্বস্তির বৃষ্টি এলেও প্রান গেলো বজ্রপাতে।মাঠে গুরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু এক ব্যক্তির।ঘটনাটি ঘটে রবিবার বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পলাশচাবড়ী রামপুর গ্রামে।পুলিশ সূত্রে জানাযায়,মৃত ব্যক্তির নাম বাবলু পাখিরা(৪৫),পলাশচাবড়ী রামপুরে বাড়ি।পরিবার সূত্রে জানাযায়,এদিন বিকেলে প্রচন্ড ঝড় শুরু হলে বাবলু পাখিরা বাড়ি থেকে কিছুটা দুরে মাঠে গুরু আনতে যায়।বাড়ি থেকে বেরোনোর পরই বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়ে যায়।বৃষ্টি হওয়ার পরই গরু বাড়িতে চলে এলেও বাবলু বাবু না আসায় বাড়ির লোক খোঁজ করে মাঠে গেলে দেখে গরুর দড়ি ছেঁড়া অবস্থায় পাশেই পড়ে রয়েছে বাবলু বাবু।
বজ্রপাতে শরীরের অনেক জায়গায় পুড়ে ঝলসে গেছে।উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন।পরিবারের দাবী ততক্ষণে মাঠেই মারা গেছে বাবলু পাখিরা।ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ গ্রামে গিয়ে মৃতদেহ চন্দ্রকোনা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনায় পরিবারে শোকের ছায়া।