এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে চোলাই ঠেকে হানা গ্রামবাসীদের

Published on: January 15, 2019 । 10:23 AM

দাসপুর থানার হরিরামপুরে এক চোলাই ব্যবসায়ীর মদের ঠেকে হানা দিল গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ দিনের পরদিন এলাকায় অসামাজিক মদ্যপ অপরিচিত লোকের আখড়ায় পরিণত হয়ে উঠছিল।
পাড়ায় বাসকরা দায় হয়ে উঠেছিল। বারে বারে পুলিস প্রশাসনকে জানিয়েও ফলনা মেলায় গ্রামের মানুষেরা একত্রিত হয়ে রিংকু দাসের বাড়িতে ধাওয়া করে কয়েকশো লিটার দেশী মদ নষ্ট করে। পাশাপাশি গ্রামের মানুষ তাকে গ্রামের মধ্যে এই ব্যবসা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়। ঘটনায় কোনো পুলিসি অভিযোগ দায়ের হয়নি বলে জানাগেছে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now