আবার মাওবাদী পোস্টার উদ্ধার পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের মুরাকাটার জঙ্গলে।পোস্টারে তৃণমূল নেতৃত্বকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে দাবি করা হয়েছে ছত্রধর মাহাতোর মুক্তিরও। সাথে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে জঙ্গলমহল থেকে যৌথবাহিনী প্রত্যাহার করতেও বলা হয়েছে। আগের মাসেও মুড়াকাটা থেকে বেশ কিছু মাওবাদী পোস্টার উদ্ধার করা হয়েছিল। আজ আবার মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়াতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে পোস্টার গুলি আদৌ মাওবাদীদের কিনা তা নিয়ে সন্দেহ করেছে জেলা পুলিসের। তবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিস।
Home রাজ্য/দেশ/বিশ্ব জেলা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মাও পোস্টার,জেলা জুড়ে চাঞ্চল্য