এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর ও চন্দ্রকোণা থানার ওসি বদলি হলেন

Published on: December 14, 2018 । 4:15 AM

পশ্চিম মেদিনীপুর জেলার মোট ১৭টি থানার ওসি বদলির সাথেসাথে ঘাটাল মহকুমার দুটিথানাও ওসি বদলি হলেন।  দাসপুর থানার নতুন ওসিহয়ে আসছেন পিংলা থানা থেকে প্রণব সেনাপতি। প্রণববাবু কয়েক বছর আগে দাসপুর থানারই ওসিছিলেন। সেই সঙ্গে চন্দ্রকোণায় আসছেন প্রশান্তকুমার পাঠক। প্রশান্তবাবু গড়বেতা থানারওসি ছিলেন। অন্যদিকে দাসপুর থানার ওসি সুব্রত বিশ্বাস যাচ্ছেন ডেবরা থানার ওসি হয়ে।আর কেশপুর থানার ওসি হয়ে যাচ্ছেন  চন্দ্রকোণাথানার বর্তমান ওসি সুদীপ ঘোষাল। তবে ঘাটাল থানার ওসি আপাতত বদল হচ্ছে না। বর্তমান ওসি দেবাংশু ভৌমিকই থাকছেন। 

বান্টি

▪️সাংবাদিক▪️ঘাটাল মহকুমা▪️৭০০১২৭৮১২৪