এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নাবালিকাদের বিয়ে দিলে আইনি সমস্যায় জড়াবেন: চন্দ্রকোণায় বাল্য বিবাহ রোধে আইনি সচেতনতা শিবির

Published on: January 31, 2026 । 3:26 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাল্য বিবাহ প্রতিরোধে আইনি সচেতনতা শিবির হল চন্দ্রকোণায়।  চন্দ্রকোণায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি তথা ঘাটাল মহকুমা আদালতের সরকারী আইনজীবী চন্দ্রকোণার বাসিন্দা ডঃ সমীরকুমার ঘোষের উদ্যোগে এবং সংঘের সম্পাদক  ততঅ আইনজীবী পুত্র সৌরভ ঘোষের উদ্যোগে চন্দ্রকোণার আমডাংরায় স্বামী বিবেকানন্দ হলে ৩০ জানুয়ারি বাল্য বিবাহ প্রতিরোধে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত আইনজীবী  পুত্র সৌরভ ঘোষ এবং কন্যা সুরভী ঘোষ বলেন, বর্তমান সমাজে বাল্য বিবাহ সামাজিক অভিশাপ এবং জ্বলন্ত ব্যাধি। বাল্য বিবাহ প্রতিরোধে সমাজকে সচেতনতার বার্তা দেন এবং আইনি ব্যাখ্যা করেন ঘাটাল মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ময়ুখ মুখোপাধ্যায়, সহকারী সেশন জজ ও সিভিল জজ (সিনিয়র ডিভিশন) সৌরভ হাজরা, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অরিন্দম চক্রবর্তী প্রমূখ। সকলেই বিস্তারিতভাবে বাল্য বিবাহ প্রতিরোধে আইনি ব্যাখ্যা করেন এবং সমাজকে বিশেষ সচেতনতামূলক বার্তা দেন এবং এই ধরনের অপরাধে আইনি পদক্ষেপের কথা বলেন। অপরাধের জন্য জেল জরিমানা আইনি ব্যবস্থা আছে। এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান সমাজের কল্যানে সর্বত্রই প্রচার করতে হবে বলে তারা জানান।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177