এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের মাঝে পালিত হল লুই ব্রেইল এর জন্ম দিন,হাজির OC

Published on: January 4, 2025 । 11:10 PM

সৌমেন মিশ্র,দাসপুর: ছেলেটি প্রায়শই তার বাবার ওয়ার্কশপে খেলে সময় কাটাত। একদিন, তিন বছর বয়সে, সে একটি ধারালো সরু কাটার দিয়ে চামড়ার টুকরোতে গর্ত করার চেষ্টা করছিলেন। সে নিচে চাপার সাথে সাথে ধারালো সূক্ষ্ম কাটারটি পিছলে গিয়ে তার এক চোখে আঘাত করে। ছেলেটির ক্ষতিগ্রস্থ চোখের চিকিৎসা করা যায়নি এবং কয়েক সপ্তাহের মধ্যে অল্পবয়সী ছেলেটির চোখ খারাপভাবে সংক্রামিত হয়েছিল। সংক্রমণ ছড়িয়ে পড়ে তার অন্য চোখে। তার বয়স যখন পাঁচ বছর তখন দুই চোখেই সে সম্পূর্ণ অন্ধ হয়ে গিয়েছিল।
ছেলেটি ছিলেন একজন ফরাসি শিক্ষাবিদ এবং তাঁর নামে নামকরণ করা একটি পঠন ও লেখার পদ্ধতির উদ্ভাবক, ব্রেইল , যা দৃষ্টি প্রতিবন্ধীদের দ্বারা ব্যবহারের উদ্দেশ্যে। তার সিস্টেম বিশ্বব্যাপী ব্যবহৃত হয় এবং আজ পর্যন্ত কার্যত অপরিবর্তিত রয়েছে। ১৮০৯ সালের আজকের দিন অর্থাৎ এই ৪ জানুয়ারী তাঁর জন্ম। দাসপুরের বৈকুন্ঠপুরে নিম্বার্ক মঠে সেই লুই ব্রেইল এর জন্ম দিন পালিত হল। এই মঠেই আছে দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের একটি বিদ্যালয়। বিদ্যালয়ে ৪৪ জন দৃষ্টিহীন ছাত্রছাত্রী বর্তমানে পড়াশোনা করছে। আজ শনিবারের সকালে মঠে পৌঁছে লুই ব্রেইল এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান দাসপুর থানার ওসি অঞ্জনি তেওয়ারি। ছাত্রছাত্রীদের মাঝে হাজির ছিলেন মঠ অধ্যক্ষ সুভাষ ত্রিপাঠী। তিনি জানান এই ৪৪ জন ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দায়িত্বে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী মিলে মোট ৮ জন রয়েছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now