অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে ‘টিকটিকি’ নিয়ে তুমুল বিক্ষোভ

সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর-১ নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর ৯৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খাবারে মৃত টিকটিকির মতো কিছু এটা পাওয়া যাওয়ার অভিযোগে উত্তাল গ্রাম। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে, যখন ওই কেন্দ্র থেকে শিশু ও প্রসূতি মহিলাদের জন্য খাবার বিতরণ করা হচ্ছিল। এনিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন। ওই অভিযোগ অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী আল্পনা গোস্বামী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রান্না করা খাবারের মধ্যে টিকটিকির মতো আকৃতির একটি হাড় পাওয়া যায়। বিষয়টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকে জানানো হলে তিনি তা সরিয়ে ফেলেন। তবে খাবারের মধ্যে কিছু অংশ অবশিষ্ট রয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে অভিভাবকরা দিদিমণিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশু ও প্রসূতিদের দ্রুত চিকিৎসার জন্য দাসপুর গ্রামীণ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কয়েকজনকে স্বাস্থ্য পরীক্ষা করার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখতে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।