পচা গন্ধ ছড়াচ্ছিল এলাকায়, দরজা ভেঙে দেখা গেল বিছানায় শুয়ে আছে স্বামী স্ত্রীর প্রাণহীন দেহ

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পচা গন্ধ ছড়াচ্ছিল এলাকায়, দরজা ভেঙে দেখা গেল বিছানায় জড়াজড়ি করে শুয়ে আছে স্বামী স্ত্রীর(husband wife) প্রাণহীন দেহ বাড়ির মধ্যে থেকে বের হচ্ছিল পচা দুর্গন্ধ। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকতে যা দেখা গেল তা দেখে হতবাক সকলে। বাড়ির মধ্যে থেকে উদ্ধার হল স্বামী স্ত্রীর পচাগলা দেহ, যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় দাসপুর(Daspur) থানার রানিচক গ্রামে। জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে এক প্রকার লোকচক্ষুর আড়ালে ছিলেন ওই গ্রামের বাসিন্দা বছর ৬৫ র শেখর মণ্ডল ও তার স্ত্রী বছর ৬১র শিপ্রা মণ্ডল। আজ শুক্রবার সকাল থেকেই ওই বাড়ির ভেতর থেকে কেমন যেন পচা দুর্গন্ধ বের হয়ে আসতে থাকে, সেই গন্ধ পাড়া প্রতিবেশীদের নাকে পৌঁছাতে তারা দাসপুর থানায় খবর দেন। দুপুরে পুলিশ(police) এসে ওই দু’জনের দেহ(dead body) উদ্ধার করে বলে জানা গেছে।

এলাকাবাসীদের অনুমান, ওই স্বামী স্ত্রী দুজনে হয়তো বিষপান করে আত্মহত্যা(Suicide) করেছেন। ওই দম্পতির সন্তান ছিল না। কলকাতায় থাকতেন একসময়। এখন বছর আটেক আগে রানিচকে চলে এসেছেন। বতর্মানে তাঁদের আয়ের উৎস(Source of income) বলতে কিছু ছিল না। অবসাদ(depression) থেকেও ওই দম্পতি এই ঘটনা ঘটাতে পারেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্ত(post mortem) হলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।