সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: রাস্তায় কালীপুজোর চাঁদা তুলতে গিয়ে জখম একজন। ব্যস্ততম রাস্তার উপরেই গাড়ি থামিয়ে চাঁদা তুলছিলেন বেশ কয়েক জন ব্যক্তি। সেই সময়ই এক লরির ধাক্কায় গুরুতর জখম হলেন এক চাঁদা আদায়কারী। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ঘাটাল-মেচোগ্রাম রাস্তার দাসপুরের ভীমতলায়। বছর ৫০ এর জখম ব্যক্তির নাম দেবাশিস বেরা। তাঁকে গুরুতর জখম অবস্থায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওই ঘাতক লরিটির খোঁজ চালাচ্ছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










