নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: গ্রামের মাঝে পাড়া আর সেই পাড়ার মাঝে পুকুর। সেই পুকুরের জলে আজ প্রায় টানা ৫ দিন ধরে ডুবে রয়েছে বিদ্যুতের তার,অন্যদিকে বিদ্যুতের খুঁটিতে ফাটল। এমন অবস্থায় প্রাণের ঝুঁকি। পুকুরের ধারে পাশে যেতে পারছেন না পাড়ার বাসিন্দারা। এদিকে তাদের এই ভেবে ভয়ে গায়ে কাঁটা দিচ্ছে রাস্তার ধারের এই পুকুর কেউ যদি না জেনে জলে নেমে যায়? পুকুরের জলে বিদ্যুৎ নেই তো? যে-কোনো মুহূর্তে ঘটতে পারে মর্মান্তিক ঘটনা। কিন্তু এত কিছু প্রশ্ন আপনার আমার মনে এলেও বিদ্যুৎ দপ্তরের টনক নড়েনি। টানা ৫ দিন ধরে একই অবস্থায় পুকুরের জলে ডুবে বিদ্যুতের তার। অন্যদিকে পুকুর পাড়ে কোমর ভেঙে নুয়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। ঘটনার দাসপুর থানার রাজনগর গ্রামের আলু পাড়ার। পুকুরের মালিকদের তরফে সুদীপ ঘোষ জানান প্রায় ৫ দিন আগে নিম্নচাপের এক দমকা হাওয়ায় পুকুরের পাড়ের এক গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুতের তার জলে পড়েছে। ভয়ে পুকুরের জল ব্যবহার বা পুকুরে জাল নামাতে পারছেন না তারা। অন্যদিকে ওই পুকুরের পাড়ের এক বাসিন্দা নন্দ মাল বলেন ঘটনার দিন থেকেই বিদ্যুৎ দপ্তরের তিনি জানিয়ে চলেছেন। একের পর এক ডকেট নাম্বার এলেও বাড়ে সামনের এই বিদ্যুতে বিপদের লকেট গলা থেকে নামছে না।