ঘাটালের রঘুনাথপুরে স্বেচ্ছায় রক্তদান শিবিরে তুলকালাম

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটালের রঘুনাথপুরে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ঘিরে তুলকালাম। রক্তদাতাদের লম্বা লাইন। উদ্যোক্তারা জানাচ্ছেন শিবিরে রক্ত গ্রহণের দায়িত্বে ছিল ঘাটাল ব্লাড ব্যঙ্ক। হঠাৎই তাদের জানানো হয় ১০০ জনের বেশি রক্ত দাতার রক্ত সংগ্রহ তাদের পক্ষে সম্ভব নয়। যদিও তাদের দাবি তারা আগে থেকেই জানিয়ে রেখেছিলেন রক্তদাতার সংখ্যা ১৩০ ছাড়াবে। ঘটনা ঘাটাল থানার মনোহরপুর এলাকার রঘুনাথপুরে। শুক্রবার গ্রামের রঘুনাথপুর তরুন সংঘের উদ্যোগে ওই সংঘের সদস্য প্রয়াত সৌমেন ঘোষের স্মৃতিতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয়। আর এই রক্তদান শিবিরেই ওই সংঘের তরফে সুব্রত ঘোষ,শংকর মণ্ডলরা একের পর এক অভিযোগ তুললেন ঘাটাল ব্লাড ব্যঙ্কের নামে। কেন ১০০ জনের বেশি ডোনারের রক্ত নেওয়া হবে না? অন্যদিকে শিবিরে আসা কর্তব্যরত চিকিৎসকের সাফ জবাব, আমাদের পরিকাঠামো নেই এই পরিমান রক্ত সংরক্ষনের। এখন প্রশ্ন এক ফোঁটা রক্তের জন্য যখন এত লড়াই,স্বেচ্ছায় রক্তদান শিবির নিয়ে এতো প্রচার সেখানে সেই রক্ত সংরক্ষণের পরিকাঠামোর উন্নয়ন নিয়ে সরকারের কেন কোনো পদক্ষেপ নেই। জানা গেছে অনেক টালবাহানার পর এদিন মোট ১২২ জনের রক্ত নিয়েছে ব্লাড ব্যঙ্ক। লাইনে থেকে প্রায় ৫০ জনেরও বেশি ডোনারকে ফিরে যেতে হয়েছে। সংঘের তরফে শঙ্কর মণ্ডল বলেন, আমাদের মাথায় একটা প্রশ্ন চিহ্ন থাকছে এই ১২২ টি রক্তের সংরক্ষণ বিষয়ে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।