ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুরে DJ কাণ্ড আশঙ্কাজনক ১ গ্রেপ্তার ১ পথ অবরোধ

সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রাজনগরে ডিজে কান্ড। আশঙ্কাজনক ছিল ১ জন। ডিজে বাজানোর কোনো অনুমতিই ছিল না। সেই ঘটনায় সোমবারের গভীর রাতে দাসপুর থানার পুলিশ হরিরামপুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার তাকে ঘাটাল আদালতে তোলা হচ্ছে। ধৃত ওই ব্যক্তির নাম উত্তম দোলই। ছেলেটিকে ছেড়ে দিতে হবে এই দাবি নিয়ে আজ মঙ্গলবার সকাল থেকে হরিরামপুরের জনাদশেক লোক ঘাটাল মেদিনীপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে অবিরোধ শুরু করলে গ্রামের অন্যান্যরা সেই অবরোধ হঠিয়ে দেয়। তারা স্পষ্ট জানায় সারা গ্রাম ডিজের বিরুদ্ধে। জানা যাচ্ছে ডিজে সেটটির মূল মালিক হরিরামপুরে অচিন্ত দোলই সে কিন্তু এখনো অধরা। ধৃত উত্তম জানায় সে ওই ডিজে সেটের ভাড়া থাকলে শ্রমিকের কাজ করে থাকে। ১২ আগষ্ট সোমবার শিবের মাথায় জল ঢালা উৎসবের মাঝে তারা এক ইঞ্জিন ভ্যানের উপর ডিজে বক্স গুলি তুলে বাজাচ্ছিল। বেলা প্রায় দেড়টা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুরের রাজনগরে প্রাথমিক বিদ্যালয়ের কাছে ভ্যান থেকে হুড়মুড়িয়ে ভারি ভারি সব বক্স গিয়ে পড়ে ইঞ্জিন ভ্যানের চালকের উপর। চালকের নাম বাপী প্রামাণিক বাড়ি তামাথানি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথম ঘাটাল হাসপাতালে পরে ওই রাতেই তাকে ওড়িশার কটকে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে এই ডিজের কোনো অনুমতি ছিল না। রুট পারপমিশানও ছিল না। পুলিশ আরও জানায় দাসপুর থানা জুড়ে এই ডিজে দানবের দৌরাত্ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অভিযোগ পেলেই ব্যবস্থা নেবে পুলিশ। অন্যদিকে ঘাটাল মহকুমা মাইক ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের তরফে পিঙ্কি আলু জানান এই ডিজে ব্যবসার বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নিক তারাও চাইছেন। তাঁদের সংগঠন মিষ্টি শ্রুতিমধুর শব্দের পক্ষে এমন বুক কাঁপানো অসুস্থ মানসিক বিকারগ্রস্ত উদ্দাম শব্দ দানবের পক্ষে নয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।