দিব্যেন্দু জানা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমশ।উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ঘাটালের বালিডাঙ্গায় বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অনেকের রক্তে ডেঙ্গুর নমুনা পাওয়া গিয়েছে। পরিবারের সদস্যরা ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ছিল আরামবাগ হাসপাতালে। নিজেও ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। মানসিক চাপেই কি এই পথ বেছে নিলেন বছর ৫৫ র প্রশান্ত মাজি। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল ৪টা নাগাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বালিডাঙার প্রশান্ত মাজি। কিছুদিন আগেই ঘাটালের এসডিও এবং স্বাস্থ্য আধিকারিক পঞ্চানন মণ্ডল তার বাড়িতে যান এবং কথা বলেন প্রশান্তর সঙ্গে। এরই মাঝে ওই গ্রামে রবিবারই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রমিলা ভৌমিক(৬০) নামের একজন মহিলা। পরিবার পরিজনরা জানাচ্ছেন, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার গাফিলতির জন্যই মারা যান তিনি। প্রসঙ্গত, এলাকায় ডেঙ্গু আক্রমণ ক্রমশ বাড়ছে। প্রশাসন যাতে ওই এলাকাকে আরও নজরদারির মধ্যে রাখেন এবং সক্রিয়ভাবে সচেতন করেন এলাকার মানুষদের তার আবেদন করছেন গ্রামবাসীরা।