২৯ জুলাই হাওড়া শরৎ সদনে ন্যাশনাল লেভেল আর্ট এবং আঁকা প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড শিরোমণি অনুষ্ঠিত হয়েছিল। এই অনুষ্ঠানে বিশেষ বিশেষ শিল্পীরা নিজেদের চিত্র প্রদর্শনী নিয়ে উপস্থিত ছিলেন। সেখান থেকে দুজনকে বেছে নেওয়া হয়েছে রৌপ্য পদকের জন্য। এই প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুরের বহু ছাত্রছাত্রীরা জায়গা করে নিয়েছিল। তনুশ্রী আর্ট অ্যান্ড ক্রাফট অ্যাকাডেমির এবং শিল্প ভূমির বহু ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এবং তারা পুরস্কারও জিতেছে।
প্রতিভার খোঁজে আর্ট প্রদর্শনী ও অ্যাওয়ার্ড শিরোমণি ২০২৪
By মন্দিরা মাজি
Published on: July 30, 2024 । 10:12 AM









