এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বকুলতলা-মেদিনীপুর সড়কে রাজনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

Published on: June 25, 2024 । 3:57 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাইরে প্রখর রোদ, গ্রীষ্মের দুপুরে সবে মাত্র গৃহস্থের কেউ কেউ দুপুরের খাবার খাচ্ছে কেউ বা খেয়ে একটু জিরিয়ে নিচ্ছে। তারই মাঝে বিকট শব্দ। রাস্তার ধারে ঘরের দেওয়ালে কী যেন এসে ছিটকে পড়ল। বাইরে বেরিয়ে একেবারে ভয়াবহ পরিস্থিতি।  বাজাজ পালসার বাইক রাস্তার পাশের দোকানের চালের লোহার খুঁটিতে ধাক্কা মেরে জড়িয়ে গেছে। রাস্তার ধারের খোলা ড্রেনে হুমড়ি খেয়ে ছিটকে পড়ে ছটফট করছে দুই যুবক। স্থানীয়দের তৎপরতা, তাদের উদ্ধার করে দেখা যায় দুজনেরই অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। বুকে,পায়ে,কোমরে গুরুতর চোট। ভয়াবহ পথ দুর্ঘটনা ঘাটাল-মেদিনীপুর সড়কে দাসপুর থানার রাজনগর শনি কালী মন্দিরের বাঁক মোড়ে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে। তাদের অভিযোগ নব নির্মিত এই ঘাটাল মেদিনীপুর সড়কে রাস্তার পাশের যে ড্রেন তা একেবারে খোলা। সামনেই রাজনগর হাইস্কুল এবং প্রাইমারী স্কুল। প্রতিদিন এই স্থানে দুর্ঘটনা লেগেই থাকে। বারে বারে স্থানীয় প্রশাসন কিংবা পার্টির নেতাদের বলেও ফল কিছুই হচ্ছে না। অন্যদিকে বেড়েই চলেছে দুর্ঘটনা। জানা যাচ্ছে আজ ২৫ জুন মঙ্গলবার দুপুর প্রায় দেড়টা নাগাদ মেদিনীপুরের দিক থেকে ওই বাইক দ্রুত গতিতে এসে এই শনি কালী মন্দিরের  বাঁক মোড়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশের লোহার খুঁটিতে ধাক্কা দিয়ে বাইকের দুই যুবক রাস্তার পাশের খোলা ড্রেনে ছিটকে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে আহত দুই যুবকের বাড়ি দাসপুরের আনঅন্দগড় এলাকায়। এই দুর্ঘটনার পরেই স্থানীয়দের ক্ষোভ চরমে। তাঁরা ওই বাঁক মোড়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও রাস্তার পাশের ড্রেনের খোলা মুখে ঢাকনা দেবার দাবি তোলেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now