হরিনাম সংকীর্তন শুনতে গিয়ে মৃত্যু বৃদ্ধের

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: অষ্টপ্রহরে হরিনাম শুনতে গিয়ে হটাৎ মৃত্যু(death), আর সেই মৃত্যুকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যাচ্ছে, আজ বুধবার এমনই ঘটনাটি ঘটেছে দাসপুর(Daspur) থানার লক্ষ্মণচক সামন্ত পাড়ার নিমতলায়। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, দু’দিন আগে অর্থাৎ সোমবার থেকে ওই পাড়ায় একটি অষ্টপ্রহর হরিনাম শুরু হয়েছিল। আজ বুধবার ছিল তার শেষ দিন। শেষদিনে কীর্তন গানের আয়োজন করা হয়েছিল। দুপুর ৩ টা নাগাদ কীর্তন গান শুনতে শুনতে ওই গ্রামেরই বাসিন্দা  বাঁশরীমোহন দাস(৮৯) নামে এক বৃদ্ধ(old man) হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী(wife) গীতারানি দাস। সঙ্গে সঙ্গে অষ্টপ্রহরে থাকা ভক্তরা ওই ব্যক্তির চোখে মুখে জল দেয়। কিন্ত তখন তার কোনও সাড়া পাওয়া যায়নি। পরে গ্রামীণ ডাক্তার দিয়ে চিকিৎসা শুরু করা হয়। তবে ততক্ষণে তিনি মারা গিয়েছেন বলে জানান চিকিৎসক(doctor)। পরে তাঁর পরিবারের লোকজন তাঁকে বাড়িতে নিয়ে যায়। পরিবার সূত্রে জানা যাচ্ছে, বাঁশরীবাবু এবং তাঁর স্ত্রী দুজনেই এলাকায় যে কোনও জায়গায় এভাবে ধার্মিক অনুষ্ঠান হলেই দুজনে একসাথেই চলে যেতেন। আজও ঠিক এমনিভাবেই পাড়াতে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন, আর তাতেই এমন মর্মান্তিক পরিণতি হল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/