বাবার আর বাড়ি ফেরা হল না!ঘাটাল পাঁশকুড়া সড়কে মর্মান্তিক দুর্ঘটনা,মারুতিকে খুঁজছে পুলিশ

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: বড় ছেলেটা উচ্চ শিক্ষার জন্য কাশ্মীরে,মেয়ে এবার মাধ্যমিক দেবে। বাবা ঘাটাল পাঁশকুড়া সড়কে বাসে বাসে কন্ডাকটর এর কাজ করে যেটুকু পায় সেই দিয়েই সংসার চলে। সেই বাবার আর বাড়ি ফেরা হল না। সাইকেলে করে বাবা বুধবারের ভোরে বাড়িতে থেকে বেরিয়েছিলেন। সকাল ৬টা নাগাদ তাকে ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গোবিন্দনগর এলাকায় পড়ে থাকতে দেখা যায়। রাস্তার পাশে পড়ে দুমড়ে মুচড়ে যাওয়া সাইকেল,পা থেকে খুলে ছিল জুতো। কয়েকজন সকালে হাঁটতে বেরিয়ে দেখে তাকে। সাত সকালেই ঘাটাল পাঁশকুড়া সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা,মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর। জানা যাচ্ছে বুধবার সকাল ৬টা নাগাদ পাঁশকুড়ার দিক থেকে এক মারুতি দ্রুত গতিতে এসে সামনে থাকা সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালায়। সাইকেল থেকে ছিটকে পড়ে সে। পরে দাসপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে পাঠায় ঘাটাল হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। জানা যাচ্ছে মৃত ও সাইকেল আরোহীর নাম দিলীপ মণ্ডল বয়স প্রায় ৪৮ বৎসর। বাড়ি দাসপুর থানার দুর্গাপুরে।দিলীপ ঘাটাল পাঁশকুড়া সড়কের বাসে বাসে কন্ডাকটর এর কাজ করতেন। বুধবার ভোর ৫টা নাগাদ সাইকেলে করে বেরিয়েছিলেন গৌরা স্ট্যান্ডে বাস ধরতে। সেই সময়ই রাস্তায় মারুতির ধাক্কা মর্মান্তিক পরিনতি। ছেলে সুমন এখন কাশীরে উচ্চ শিক্ষার জন্য অন্যদিকে মেয়ে টিনা এবার মাধ্যমিক দেবে। সাত সকালেই স্বামীকে হারয়ে স্ত্রী চম্পার সব এখন ঝাপসা। স্বামীর ওই কন্ডাকটর এর কাজই ছিল পরিবারের আয়ের একমাত্র উৎস। ঘাতক ওই মারুতিকে খুঁজছে পুলিশ,দেহ পাঠানো হচ্ছে ময়না তদন্তের জন্য।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!