এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

শিব মন্দিরে ভক্ত থাকাকালীন হঠাৎ যা পরিণতি হল কিশোরের

Published on: April 10, 2024 । 9:07 PM

কুমারেশ চানক, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল থানার যদুপুরের ওই কিশোরের নাম শুভদীপ ঘোষ (১৫)।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

শুভদীপ কিসমত দীর্ঘগ্রাম হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। আবদার ছিল এবারে গাজনে শিব মন্দিরে ভক্ত থাকবে শুভদীপ। সেইমতো কয়েকদিন আগে থেকেই গ্ৰামের শিব মন্দিরে গিয়ে ভক্ত হিসেবে ছিল। শুভদীপের পরিবারের লোকেরা জানাচ্ছেন, আজ বুধবার দুপুরে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হতে তৎক্ষণাৎ তাকে কলকাতা নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না। কলকাতা নিয়ে যাওয়ার পথে কোলাঘাট পেরোনোর পর মারা যায় তরতাজা ওই স্কুল ছাত্র। তার নিথর দেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সকলে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।