মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। কোনও নদীর জলস্তর নতুন করে বাড়েনি। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] সকালের পর থেকেই ওই নদীগুলির জল স্থিতাবস্থায় রয়েছে। বাকি নদীগুলির জলস্তর ধীরে ধীরে কমতে শুরু করেছে।
দুপুর ২ টায় পাওয়া রিপোর্ট অনুযায়ী, গাদিঘাট শিলাবতী নদীতে সকাল ৮ টার পর থেকে জলস্তর স্থিতাবস্থাতেই রয়েছে। নতুন করে আর জল বাড়েনি। এখন গাদিঘাটে জল ৮ মিটার ৯৬ সেন্টিমিটারে বইছে। বন্দরে সকালে জল ছিল ৭ মিটার ৭৩ সেন্টিমিটার। সকাল ৯ টার পর থেকে জলস্তর ৭ মিটার ৭৪ মিটারেই রয়েছে। ওই এলাকার জল কিন্তু চরম বিপদসীমার ওপরেই বইছে। তবে মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃষ্টি না হলে নতুন করে আর জল বাড়ার সম্ভাবনা নেই। বাকি সব নদীতেই জলস্তর সকালের পর থেকেই অনেকটা করে কমেছে। দাসপুর ১ ব্লকের কংসাবতী নদীতে সকালের পর থেকে জল কমতে কমতে ৯ মিটার ৯৫ সেন্টিমিটারের মধ্যে বইছে। বাঁকায় শিলাবতীতে জল কমে ১২ মিটার ৯৩ সেন্টিমিটারে নেমেছে। রানিচকেও সকালের পর থেকে নতুন করে জল বাড়েনি। এখন রানিচকে জল কমে ৫ মিটার ৯৪ সেন্টিমিটারে বইছে। গোপীগঞ্জে জল কমে বিপদসীমার নিচে নেমেছে। ওই এলাকার জল ৫ মিটার ২ সেন্টিমিটারে বইছে।
সেচ ও জলপথ দপ্তর সূত্রে জানা গিয়েছে, আর ভয়ের কোনও কারণ নেই। ধীরে ধীরে প্রায় সব নদীরই জল কমছে। আর বৃষ্টি না হলে নতুন করে জল বাড়ার কোনও সম্ভাবনা নেই।