শ্রীকান্ত ভুঁইয়া ও মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: থিমের পুজোতে কলকাতার পাশাপাশি ঘাটাল মহকুমাও কিন্তু বেশ চমক দিয়েছে বিগত কয়েক বছর ধরে।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
এ বছরের দুর্গাপুজোতেও ঘাটাল মহকুমার বেশ কয়েকটি বিগ বাজেটের দুর্গা পুজোতে থাকছে আকর্ষণীয় কিছু থিম এবং প্রতিমা। তার মধ্যে পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব ও গ্রামবাসীবৃন্দের পরিচালনায় পুজোটি একটি অন্যতম পুজোর মধ্যে পড়ে। এবছর ২২তম বর্ষে পদার্পণ করল পুজোটি। পুজো কমিটির সভাপতি সুব্রত বুড়াই জানান, মণ্ডপের থিমে থাকছে বিশেষ চমক। যেটি খুব শীঘ্রই থিম সং রূপে সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত করা হবে। এবারের পুজোর বাজেট রয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। আজ ৬ সেপ্টেম্বর জন্মঅষ্টমী তিথিতে এই পুজো কমিটি তাদের খুঁটি পুজো সারলো। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই মণ্ডপের শিল্পী গৌরাঙ্গ কুইল্যার পরিচালনায় থাকছে এবারে বিশেষ থিমের কাজ। আজকের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজোর প্রধান পৃষ্ঠপোষক নির্মল পালধী, ক্লাবের দুই যুগ্ম সম্পাদক গণেশ কুইল্যা, সুনীলকুমার পাত্র, ক্লাবের অন্যান্য সদস্য ও গ্রামবাসীরা।
অন্যদিকে দাসপুর-১ ব্লকের লঙ্কাগড় সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির খুঁটি পুজো করা হল আজ বুধবার। পুজো কমিটির সদস্য মনোজিৎ কুণ্ডু বলেন, এবারের পুজোর বাজেট রয়েছে প্রায় ১১ লক্ষ টাকা। ৫৫ তম বর্ষে ধুনুচির আদলে তৈরি করা হবে পুজো মণ্ডপ। সেই ভাবনা নিয়েই আজ খুঁটিপুজো সারা হল। প্রয়াত ড. রজনীকান্ত দোলইয়ের হাতেই প্রতিষ্ঠিত হয়েছিল এই পুজো। পুজো কমিটির সম্পাদক তথা রজনীকান্ত দোলইয়ের পুত্র সত্যব্রত দোলই ও রজনীকান্তবাবুর স্ত্রী ভক্তি দোলই উপস্থিত ছিলেন খুঁটি পুজোতে।
এর আগেও পাটকাঠির প্যাণ্ডেল, বাঁশের তৈরি লালকেল্লা এবং ধানের প্যাণ্ডেলের মতো চমকপ্রদ কিছু থিমের পুজো দেখেছেন মহকুমাবাসী। এবারে ধুনুচির আদলে তৈরি পুজো মণ্ডপ দেখতে কেমন হবে তা নিয়ে উৎসুক সবাই।