এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নজরুল জয়ন্তী পালন

Published on: May 26, 2023 । 5:24 PM

অরুণাভ বেরা, স্থানীয় সংবাদ: ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে, ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রগতি সভা কক্ষে আজ ২৬ মে যথাযথ মর্যাদার সাথে নজরুল জয়ন্তী পালিত হল। নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ছিলেন ঘাটালে মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক তন্বীশ্রী মাঝি, শিক্ষক তাপস পোড়েল সহ অন্যান্যরা। নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা এবং সাহিত্য সৃষ্টি নিয়ে বলেন মহকুমা শাসক। আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষানুরাগী বিশ্বজিৎ চক্রবর্তী।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now