এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আবারও পরিবর্তিত হলেন জেলা বিদ্যালয় পরিদর্শক

Published on: May 15, 2023 । 7:17 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আবারও পরিবর্তিত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক)। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] নতুন জেলা বিদ্যালয় পরিদর্শক হয়ে আসছেন স্বপন সামন্ত। মাত্র দু’সপ্তাহের ব্যবধানে চাপেশ্বরবাবুর অবসরের পর সৈয়দ মমিনুর রহমানের পরিবর্তে স্বপন সামন্ত  এই জেলার মাধ্যমিক বিদ‍্যালয় পরিদর্শক হয়ে আসছেন।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015