অনামিকা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রকোণা: মাইক্রোওভেন, ইস্ত্রি, কুকার নয়, [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দলের নেতার বিয়েতে লাল পতাকাই উপহার দিলেন দলের একনিষ্ঠ নেতা ও কর্মীরা। দীর্ঘ দিনের প্রেমকে স্বীকৃতি দিয়ে ২৪ এপ্রিল ২০২৩ বিয়ে সারলেন সিপিএমের চন্দ্রকোণা এরিয়া কমিটির সদস্য সুস্মিত পাল। সুস্মিতের বাড়ি চন্দ্রকোণা শহরের ৪ নম্বর ওয়ার্ডে। তিনি বিয়ে করেছেন রসকুণ্ডুর বাসিন্দা প্রিয়াঙ্কা বেরাকে। প্রিয়াঙ্কা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অধীন নার্সের কাজ করলেও ষোলআনা বামপন্থী। সেই সুবাদেই তাঁদের প্রেম হয়েছিল বলে জানা গিয়েছে। সুস্মিত- প্রিয়াঙ্কাদের বিয়ের রিসেপশন ছিল ২৭ এপ্রিল। সেই রিসেপশনে পাভেল সাঁতরা, আশিস বেরা, সৌমিত্র ঘোষ, শুভাশিস আহির প্রমুখ নবদম্পতির হাতে সিপিএমের দলীয় পতাকা উপহার হিসেবে তুলে ধরেন। যাঁরা উপহার দিলেন সবাই কট্টর বামপন্থী। তাঁরা বলেন, সিপিএমকে সরিয়ে রাজ্য বাসী একটি দলকে নতুন করে ক্ষমতা দিয়েছিল। আজ রাজ্যবাসী বুঝতে পারছে, কী মারাত্মক ভুল তাঁরা করেছেন। তাই আগামী দিনে সিপিএমই রাজ্যের ভবিষ্যৎ। সবক্ষেত্রেই লালপতাকাকে শক্তিশালী করতে হবে। সেজন্যই আমাদের নেতার বিয়েতে লাল পতাকাই উপহার হিসেবে তুলে দিলাম।