এসপ্তাহে ঘাটাল মহকুমার যে কয়েক জন শিক্ষকের চাকরি গেল

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আগেই কয়েক জনের চাকরি গিয়েছিল। এসপ্তাহে নতুন করে চাকরি গেল  কুল্টিকুরি হাই স্কুলের বাংলার শিক্ষক গৌরচন্দ্র পাত্র,নবীন মানুষা হাইস্কুলের ইংরেজির শিক্ষক তপন সামন্ত, টুকুরিয়া রামকৃষ্ণ হাইস্কুলের গণিতের শিক্ষক শ্রীধর মণ্ডল, বাগপোতা হাইস্কুলে ভূগোলের শিক্ষক বিমলকুমার বেরা, চৌকা নেতাজি হাইস্কুলের ভুগোলের শিক্ষক উত্তম বালা, রঘুনাথপুর এস.এম.এস হাইস্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক সৌম্য মহাপাত্র এবং বিষ্ণুদাসপুর ভি.বি.ভি হাইস্কুলের বাংলার শিক্ষক শেখ ইমানুর রহমানকে। যে সমস্ত শিক্ষক-শিক্ষিকার চাকরি গেল তারা সবাই মাধ্যমিক স্তরের। উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের চাকরি বাতিলের তালিকাটা এখনও প্রকাশিত হয়নি। কয়েক সপ্তাহের মধ্যেই হয়ে যাবে বলে আশাকরা হচ্ছে। এক👁️‍🗨️নজরে  ঘাটাল মহকুমার যে সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের চাকরি গেল—
কুল্টিকুরি হাইস্কুলগৌরচন্দ্র পাত্র(বাংলা) •কুল্টিকুরি হাইস্কুলকৌশিক সামন্ত(পদার্থবিদ্যা) [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]  নবীন মানুয়া হাইস্কুলতপন সামন্ত(ইংরেজি) •সোনাখালি বালিকা বিদ্যালয়তুলিকা ভৌমিক(ভূগোল) •চাঁইপাট বালিকা বিদ্যালয়মৌমিতা সিংহ(ইতিহাস)  •কেশবচক হাইস্কুলদোলন দাস(বাংলা) •মহেশপুর হাইস্কুলমানস ঘোষ(বাংলা)  •খড়ার দন্দিপুর হাইস্কুলসৈকত পালুই(ভূগোল) •নাড়াজোল মহেন্দ্র আকাদেমিকাজি আব্দুল হাসিম(গণিত) •টুকুরিয়া রামকৃষ্ণ হাইস্কুল➤ শ্রীধর মণ্ডল(গণিত)  •বাগপোতা হাইস্কুল➤ বিমলকুমার বেরা(ভূগোল) •চৌকা নেতাজি হাইস্কুল➤ উত্তম বালা(ভূগোল) •রঘুনাথপুর এস.এম.এস হাইস্কুল➤ সৌম্য মহাপাত্র(জীবন বিঞ্জান) •বিষ্ণুদাসপুর ভি.বি.ভি হাইস্কুল➤ শেখ ইমানুর রহমান(বাংলা)

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।