সোমেশ চক্রবর্তী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: মাধ্যমিক পরীক্ষার দু’দিন আগেই ‘বয়ফ্রেন্ডের’ সঙ্গে পালিয়ে গেল ছাত্রী। ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিকের তৎপরতায় এবং দাসপুর থানার পুলিশের সহযোগিতায় ছাত্রীটিকে উদ্ধার করা হল দাসপুরের এক গ্রাম থেকে। ওই ছাত্রীটির বাড়ি ঘাটাল থানার মোহনচকে। বয়ফ্রেন্ড সুশান্ত দোলইয়ের বাড়ি ওই থানারই কোতলপুরে। ছাত্রীটির মহারাজপুর হাইস্কুল থেকে এবার মাধ্যমিক দেওয়ার কথা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে ছাত্রীটিকে উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে তাকে ঘাটাল আদালতে তোলা হবে।[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
মাধ্যমিকের দু’দিন আগেই বয়ফ্রেন্ডের সঙ্গে উধাও পরীক্ষার্থী, পরে উদ্ধার
Published on: February 22, 2023 । 9:26 AM









