এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গোপীগঞ্জ-সুলতাননগর সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা,মৃত ১

Published on: February 21, 2023 । 11:34 PM

গোপীগঞ্জ সুলতাননগর সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু দাসপুর থানার পাইরাসি জুয়াখালি এলাকার এক যুবকের। অন্যদিকে গুরুতর জখম এক রাজমিস্ত্রীর শ্রমিক যার বাড়ি মুর্শিদাবাদে। ঘটনা গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার পাইরাসি বাগানগোড়া এলাকায়।

২১ শে ফেব্রুয়ারি মঙ্গলবার রাত প্রায় ৯টা নাগাদ গোপীগঞ্জের দিক থেকে দ্রুত গতিতে এক বাইক সোনাখালীর দিকে যাচ্ছিল। বাইকটি চাঁইপাট হরিতলা পেরিয়ে পাইরাসি বাগানগোড়া এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে। বাইকের চালকের মাথায় ছিল না হেলমেট,পাশাপাশি স্থানীয়দের দাবি মদ্যপ অবস্থায় ছিল ওই চালক। আশঙ্কাজনক অবস্থায় ওই বাইক চালককে পাশাপাশি দুর্ঘটনায় আহত এক পথচারীকে স্থানীয়রা উদ্ধার করে সোনাখালী গ্রামীন হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক ওই বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে মৃত ওই বাইক চালকের নাম মনোজিত দরজি বয়স প্রায় ২৫ বছর। পাইরাসি জুয়াখালি এলাকার উত্তম দরজির ছেলে এই মনোজিৎ। অন্যদিকে আহত ওই পথচারীর নাম বাদাম সেখ। তার বাড়ি মুর্শিদাবাদে। পাইরাসি বাগানগোড়া এলাকায় তারা ভাড়ায় থাকে।তার বাম হাত পাশাপাশি দুই পায়ের চোট গুরুতর। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাকে সোনাখালী গ্রামীন হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হচ্ছে। অন্যদিকে খবর পেয়ে দাসপুর থানার পুলিশের তরফে মৃতের দেহ উদ্ধার করে ময়না তপদন্তের জন্য পাঠানো হচ্ছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭