শ্রীকান্ত ভুঁইঞা, স্থানীয় সংবাদ: মহকুমা শাসকের আহ্বানে সাড়া দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করলেন দাসপুরের গৌরা এলাকার বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ নির্মল পালধি। আজ ২০ ডিসেম্বর নির্মলবাবুর গৌরার ‘সুনজর’ নামে চেম্বারেই ওই রক্তদান শিবিরটি হয়। শিবিরে ১২ জন মহিলা সহ মোট ৪২ জন রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাদের একটি করে আম ও নারকেল গাছের চারা তুলে দেওয়া হয়।
দাসপুরের চক্ষু চিকিৎসকের উদ্যোগে রক্তদান শিবির
Published on: December 20, 2022 । 6:05 PM




