নিজস্ব সংবাদদাতা: আজ ৪ ডিসেম্বর ভারতের ইতিহাসে বিশেষ দিন। ১৮২৯ আজকের দিনে রাজা রাম মোহন রায়ের উদ্যোগে লর্ড বেন্টিং আইন প্রণয়ন করে সতীদাহ প্রথা রোধ করেন। আবার ১৮৪১সালে এই তারিখেই সংস্কৃত কলেজ ঈশ্বর চন্দ্র বন্দোপাধ্যায় কে বিদ্যাসাগর উপাধি দেয়। এই বিশেষ দিনটিকে মাথায় রেখেই দাসপুরের এক স্বেচ্ছাসেবী [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] সংস্থা ক্যুইজ ও ম্যানিয়া বাইক র্যালি করল। যার নাম ছিল মহা মানবের পথে। এই র্যালি উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। টিম ক্যুইজ ও ম্যানিয়ার সদস্য সদস্যা রা ছাড়াও এইদিন এই rally তে উপস্থিত ছিলেন রাজনগর ইউনিয়ন হাইস্কুলের প্রাক্তন সহপ্রধান শিক্ষক তাপস পোড়েল। টিম ক্যুইজ ও ম্যানিয়ার সম্পাদক প্রভাস কুমার পড়িয়া জানান এদিন আমরা সকলে ঘাটাল মহকুমা শাসকের দপ্তর থেকে যাত্রা শুরু করে প্রথমে পৌঁছোয় হুগলি জেলার খানাকুল, রাধানগরের রাজা রামমোহন রায়ের জন্মস্থানে। সেখান রাজা রামমোহন রায়ের মূর্তিতে মাল্যদান করে ওনার কর্মকাণ্ডের স্মৃতিচারণ করা হয়। তারপর দুঃস্থ মানুষদের কম্বল বিতরণের পর রামকৃষ্ণ দেবের জন্মস্থান ছুঁয়ে বিকালে বাইক মিছিল যায় বীরসিংহ গ্রামে। সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে শেষ হয় আজকের কর্মসূচি। আজকের এই বাইক rally আরো একটি উদ্দেশ্য ছিল সেফ ড্রাইভ, সেভ লাইফের এর প্রচার।