নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: ঘাটালের সঙ্গীত শিক্ষার্থীদের উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি উৎসাহিত করতে উচ্চাঙ্গ সঙ্গীতের উপর অনুষ্ঠানের আয়োজন করল ‘সঙ্গীত প্রভা‘ নামে এক সংস্থা। ১০ জুলাই ঘাটালের টাউন হলে এনিয়ে একটি সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠান আয়োজিত হয়। ওই সংস্থার কর্ণধার তথা বিশিষ্ট কন্ঠশিল্পী প্রিয়ব্রত ঘাঁটি বলেন, ওইদিন স্থানীয় শিল্পীদের পাশাপাশি বেতারখ্যাত তবলাবাদক গোবিন্দ চক্রবর্তী ও গৌরাঙ্গ চক্রবর্তী অনুষ্ঠানে তাঁদের হাতের জাদু দেখিয়ে দর্শকদের মোহিত করে দেন। প্রিয়ব্রতবাবু বলেন, ঘাটালের স্থানীয় ছেলেমেয়েদের উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি উৎসাহিত করতে এই উদ্যোগ। এই ধরনের অনুষ্ঠান প্রতিবছরই করার আশা পোষণ করেন প্রিয়ব্রতবাবু। নিচে ভিডিওটি ক্লিক করে দেখুন
বহিরাগত শিল্পী নয়, ঘাটালের স্থানীয় শিল্পীদের দিয়েই সঙ্গীতপ্রভার প্রথম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হল
Published on: July 11, 2022 । 8:23 PM












