এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় যুবতীর সঙ্গে পুলিশকর্মীর ‘অপকীর্তির’ ভিডিও ভাইরাল, বিক্ষোভ পথ অবরোধ

Published on: June 16, 2022 । 9:30 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: নির্জন মন্দিরের মধ্যে যুবতীর সাথে থানার এক NVF কর্মীর অপকর্মের ছবি ধরা পড়েছে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] সিসিটিভিতে আর তা জানাজানি হতেই চরম উত্তেজনা চন্দ্রকোণার ধরমপুরে, রাজ্যসড়ক অবরোধ করেন বিক্ষোভে এলাকাবাসী। আজ সন্ধ্যা থেকে স্থানীয়রা চন্দ্রকোণা রোড-চন্দ্রকোণা টাউন রাস্তা অবরোধ করেছেন। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাপ নামাতে হয়।

মন্দিরের মধ্যে যুবতীকে একা পেয়ে যুবক এমন কর্মই করেছিল। স্থানীয়দের অভিযোগ, যুবকটি চন্দ্রকোণা থানার পুলিস কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ১৬ জুন দুপুরে চন্দ্রকোনা থানার ধরমপুরে থানার ওই NVF কর্মী যুবতীর ওই অপকর্মের দৃশ্যটি মন্দিরের সিসি ক্যামেরায় ধরা পড়ে। বিষয়টি জানা জানি হওয়ার পরই এলাকার মানুষ ক্ষোভ ফেটে পড়ে। এলাকার মানুষদের অভিযোগ মন্দিরে কী করে একজন পুলিশ কর্মী হয়ে এমন কীর্তি করে। এলাকার মানুষের অভিযোগ ওই এলাকায় রাজ্যসড়কের ধারে পুলিশের পেট্রোলিং থাকে,ঘটনা নিয়ে চন্দ্রকোনা থানার ওই পেট্রোলিংয়ে থাকা পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে নাকি পুলিশ তাদের হুমকিও দেয় বলে অভিযোগ এলাকাবাসীর।ঘটনায় সন্ধ্যা থেকে দফায় দফায় ওই এলাকায় চলছে রাজ্যসড়ক অবরোধ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।