ঘাটাল মহকুমার পাঁচটি পুরসভাই তৃণমূলের দখলে, ৩ টি বিরোধী শূন্য

নিজস্ব প্রতিনিধি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মহকুমার পাঁচটি পৌরসভার তথা ঘাটাল খড়ার, ক্ষীরপাই, চন্দ্রকোণা ও রামজীবনপুর ফলাফল ঘোষিত হল আজ ২ মার্চ। চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে মহকুমার পাঁচটি পুরসভা তৃণমূল দখল করেছে। যারমধ্যে তিনটি অর্থাৎ ঘাটাল, চন্দ্রকোণা ও রামজীবনপুর পুরসভা একবারেই বিরোধী শূন্য। বাকি দুটি পুরসভায় বিরোধী পক্ষ রয়েছে। খড়ারের দুটি ওয়ার্ডে বিজেপি এবং ক্ষীরপাইয়ের একটি ওয়ার্ডে নির্দল জিতেছে। বাকি সব ওয়ার্ডগুলিই তৃণমূলের দখলে। পাঁচটি পৌরসভার ওয়ার্ড ভিত্তিক ফলাফল বিস্তারিত দেখে নিন:

(১) ঘাটাল পৌরসভা(১৭ টি ওয়ার্ড)—

জয়ী হয়েছেন

♦১ নম্বর ওয়ার্ড ঝর্ণা পাখিরা (তৃণমূল)

♦২ নম্বর ওয়ার্ড বাসন্তী ভট্টাচার্য সিংহরায় (তৃণমূল)

♦৩ নম্বর ওয়ার্ড তুহিনকান্তি বেরা (তৃণমূল)

♦৪ নম্বর ওয়ার্ড ডেভিড সাহা (তৃণমূল)

♦৫ নম্বর ওয়ার্ড মৃদুলা দত্ত (তৃণমূল)

♦৬ নম্বর ওয়ার্ড শ্যামলেন্দু মণ্ডল (তৃণমূল)

♦৭ নম্বর ওয়ার্ড শুভাশিস মাইতি (তৃণমূল)

♦৮ নম্বর ওয়ার্ড প্রভাতী জানা (তৃণমূল)

♦৯ নম্বর ওয়ার্ড স্বরূপ সানকি (তৃণমূল)

♦১০ নম্বর ওয়ার্ড কিশোর দোলই (তৃণমূল)

♦১১ নম্বর ওয়ার্ড গীতা অধিকারী (তৃণমূল)

♦১২ নম্বর ওয়ার্ড স্বপন মালিক (তৃণমূল)

♦১৩ নম্বর ওয়ার্ড বিভাসচন্দ্র ঘোষ (তৃণমূল)

♦১৪ নম্বর ওয়ার্ড বন্দনা পাখিরা (তৃণমূল)

♦১৫ নম্বর ওয়ার্ড সুপ্রভা ঘোষ (তৃণমূল)

♦১৬ নম্বর ওয়ার্ড অজিতরঞ্জন দে (তৃণমূল)

♦১৭ নম্বর ওয়ার্ড রাজন কুলভী (তৃণমূল)

(২) খড়ার পৌরসভা(১০ টি ওয়ার্ড)—

জয়ী হয়েছেন

♦১ নম্বর ওয়ার্ড গণেশ বাগ (তৃণমূল)

♦২ নম্বর ওয়ার্ড প্রতিমা ভট্টাচার্য (তৃণমূল)

♦৩ নম্বর ওয়ার্ড রাজীবলোচন কোলা (তৃণমূল)

♦৪ নম্বর ওয়ার্ড বাবালু গাঙ্গুলি (বিজেপি)

♦৫ নম্বর ওয়ার্ড কল্যাণী সিংহ (তৃণমূল)

♦৬ নম্বর ওয়ার্ড পূর্বা ভুইঞা (তৃণমূল)

♦৭ নম্বর ওয়ার্ড অদ্যুৎ মণ্ডল (তৃণমূল)

♦৮ নম্বর ওয়ার্ড ফাল্গুনী মিশ্র (বিজেপি)

♦৯ নম্বর ওয়ার্ড রীনা জানা (তৃণমূল)

♦১০ নম্বর ওয়ার্ড সন্ন্যাসীচরণ দোলই (তৃণমূল)

(৩) ক্ষীরপাই পৌরসভা(১০ টি ওয়ার্ড)—

জয়ী হয়েছেন

♦১ নম্বর ওয়ার্ড সমাপ্তি পণ্ডিত (তৃণমূল)

♦২ নম্বর ওয়ার্ড পাপিয়া রায় (তৃণমূল)

♦৩ নম্বর ওয়ার্ড বীরেশ্বর পাহাড়ি (তৃণমূল)

♦৪ নম্বর ওয়ার্ড সুনীতি হালদার (নির্দল)

♦৫ নম্বর ওয়ার্ড দুর্গাশঙ্কর পান (তৃণমূল)

♦৬ নম্বর ওয়ার্ড বিমলেন্দু কিস্কু (তৃণমূল)

♦৭ নম্বর ওয়ার্ড আল্পনারানী পাত্র (তৃণমূল)

♦৮ নম্বর ওয়ার্ড মালতী দাস (তৃণমূল)

♦৯ নম্বর ওয়ার্ড নিতাই সিংহ (তৃণমূল)

♦১০ নম্বর ওয়ার্ড বিকাশ দাস (তৃণমূল)

(৪) চন্দ্রকোণা পৌরসভা(১২ টি ওয়ার্ড)—

জয়ী হয়েছেন

♦১ নম্বর ওয়ার্ড অভিজিৎ রায় (তৃণমূল)

♦২নম্বর ওয়ার্ড প্রতিমা পাত্র (তৃণমূল)

♦৩ নম্বর ওয়ার্ড বনশ্রী সাহা (তৃণমূল)

♦৪ নম্বর ওয়ার্ড গোবিন্দ প্রসাদ দাস (তৃণমূল)

♦৫ নম্বর ওয়ার্ড বিলু মান্না (তৃণমূল)

♦৬ নম্বর ওয়ার্ড সৌরভ চক্রবর্তী (তৃণমূল)

♦৭ নম্বর ওয়ার্ড সুনীতা খাঁড়া (তৃণমূল)

♦৮ নম্বর ওয়ার্ড মেনকা ধাড়া (তৃণমূল)

♦৯ নম্বর ওয়ার্ড সমর দোলই (তৃণমূল)

♦১০ নম্বর ওয়ার্ড সোমা চৌধুরী কোলে (তৃণমূল)

♦১১ নম্বর ওয়ার্ড অর্চনা ধাড়া (তৃণমূল)

♦১২ নম্বর ওয়ার্ড প্রদীপ কুমার সাঁতরা (তৃণমূল)

(৫) রামজীবনপুর পৌরসভা(১১ টি ওয়ার্ড)—

জয়ী হয়েছেন

♦১নম্বর ওয়ার্ড পম্পা রানী দত্ত(তৃণমূল)

♦২ নম্বর ওয়ার্ড শিবপ্রসাদ ঘোড়ই(তৃণমূল)

♦৩ নম্বর ওয়ার্ড কল্যাণ তিওয়ারি(তৃণমূল)

♦৪ নম্বর ওয়ার্ড শম্ভু দাস (তৃণমূল)

♦৫ নম্বর ওয়ার্ড শিউলি ভট্টাচার্য সিংহ(তৃণমূল)

♦৬ নম্বর ওয়ার্ড নির্মল চৌধুরী(তৃণমূল)

♦৭ নম্বর ওয়ার্ড উত্তম চৌধুরী(তৃণমূল)

♦৮ নম্বর ওয়ার্ড প্রতিমা সিংহ(তৃণমূল)

♦৯ নম্বর ওয়ার্ড মানবিকা সামুই(তৃণমূল)

♦১০ নম্বর ওয়ার্ড জয়ন্ত আশ(তৃণমূল)

♦১১ নম্বর ওয়ার্ড সুজিত কুমার পাঁজা(তৃণমূল)

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015