ঘাটাল থেকে পশ্চিমবঙ্গের সর্বাধিক পৃষ্ঠার ম্যাগাজিন প্রকাশিত হল

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: পশ্চিমবঙ্গের সর্বাধিক পৃষ্ঠার লিটল ম্যাগাজিন প্রকাশ করল ঘাটাল মহকুমা সাহিত্য আকাদেমি। ম্যাগাজিনটির নাম ‘ঘাটাল আকাদেমি’। যার পৃষ্ঠা সংখ্যা‌ ৯৭৬। সম্পাদনা করেছেন ড.পুলক রায়। সারা পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ‘ঘাটাল আকাদেমি’র থেকে বড় কোনও ম্যাগাজিন প্রকাশিত হয়নি বলে জানা গিয়েছে। এর আগে কলকাতা থেকে প্রকাশিত ৯৫০ পৃষ্ঠার ‘অনুষ্টুপ’ ছিল সর্বাধিক পৃষ্ঠার লিটল ম্যাগাজিন। তাকে ছাপিয়ে ১১ নভেম্বর বৃহস্পতিবার ঘাটাল বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ম্যাগাজিনটির প্রকাশ করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।

ঘাটাল মহকুমা সাহিত্য আকাদেমির সম্পাদক ড. পুলক রায় বলেন, ১০ ম বর্ষ পূর্তি উপলক্ষে ঐতিহাসিক শারদ সংখ্যার প্রকাশনা করতে পেরে আমরা খুবই খুশি হয়েছি। আমাদের আকাদেমির পক্ষ থেকে প্রকাশিত এই ম্যাগাজিনে রয়েছে ৬০ টির বেশি প্রবন্ধ, ১৫ টি ছোট গল্প,১০ টি অনুগল্প,দেড় শতাধিকের বেশি কবিতা এবং অন্যান্য বিষয়। ভবানীপ্রসাদ ভট্টাচার্য, দেবকুমার দত্ত, ড. স্বপনকুমার লাহা, ড. রামরঞ্জন রায়,ড. শ্যামসুন্দর বেরা ও ড.নবকুমার দুয়ারীর মতো বিখ্যাত লেখকদের কবিতা,প্রবন্ধ,ছোট গল্প দিয়ে ম্যাগাজিনটি সাজিয়ে তোলা হয়েছে। মহকুমা শাসক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক দেবাশিস পোড়ে, শিল্প উন্নয়নের নিগমের অবসরপ্রাপ্ত সহকারী সচিব জয়দেব ঘড়া প্রমুখ।

পুলকবাবু আরও জানিয়েছেন, এদিন ‘ঘাটাল আকাদেমি’ ছাড়াও ঘাটাল মহকুমা সাহিত্য আকাদেমির পক্ষ থেকে আরও দু’টি বই প্রকাশ করা হয়েছে। যার মধ্যে একটি হল রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে গবেষণামূলক গ্ৰন্থ ‘যুগপুরুষ রামমোহন’। ২২৪ পৃষ্ঠার এই পুস্তকটির সম্পাদনা করেছেন পুলকবাবু নিজেই। প্রায় ২৫ জন লেখকের লেখার সমন্বয়ে তৈরি এই বইটিতে রামমোহনের জীবনের কর্মকাণ্ডের উজ্জ্বলতম দিকগুলি তুলে ধরা হয়েছে। আকাদেমির সম্পাদকের ছোটদের জন্য লেখা ‘টুলটুলি আর তার ফুলবনের বন্ধুরা’ বইটিও এদিন আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে।

ওই আকাদেমি থেকে এদিনের প্রকাশিত ম্যাগাজিন ও বইগুলি কেউ সংগ্ৰহ করতে চাইলে 9046661586(সম্পাদক) এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015