ঘাটাল মহকুমায় দিন দিন বেড়েই চলেছে বাইক চুরির ঘটনা

সুইটি রায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: মহকুমা জুড়ে বাইক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কখনও বা রাতের বেলা আবার কখন দিনের আলোতেই চুরি হচ্ছে বাইক। গত তিনদিনে এমনই চারটি বাইক চুরির ঘটনা যথারীতি চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটাল মহকুমা এলাকায়। প্রথম চুরির ঘটনাটি দাসপুর থানার ফরিদপুর গ্রামের চক্রবর্তী পরিবারের। একই সঙ্গে দু-দুটি বাইক চুরি গেল কাকা তারকনাথ চক্রবর্তী এবং ভাইপো সুব্রত চক্রবর্তীর। সুব্রতর বাবা ভুবনেশ্বর চক্রবর্তী জানান,পাশাপাশি দুটি রুমে চাবি দিয়ে বাইক দুটি রাখা ছিল। আজ বুধবারের সকালে উঠে তাঁরা দেখেন তালা দুটি ভাঙা এবং দরজা ভেঙে কেউ বা কারা বাইক দুটি নিয়ে গেছে। তাঁর ধারণা মঙ্গলবার রাতেই দুষ্কৃতিরা এই কাণ্ড ঘটিয়েছে। ভুবনেশ্বরবাবুর অভিযোগ, মাত্র এক সপ্তাহের মধ্যেই তাঁদের এলাকায় একাধিক বাইক চুরির ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই রাতের অন্ধকারে একেবারে বাড়ির মধ্যে ঢুকে দুষ্কৃতিরা দুঃসাহসিক ভাবে বাইক চুরি করছে। তিনি জানান, ইতিমধ্যেই তাঁরা এ বিষয়ে দাসপুর পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তিনি দাসপুর পুলিশের কাছে বিশেষ আবেদন রেখেছেন যাতে দ্রুত এলাকার এই বাইক চোরেদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় এবং চুরি যাওয়া বাইকগুলি উদ্ধার করা হয়।

আজ ৭ জুলাই আরও একটি বাইক চুরির ঘটনা ঘটেছে ঘাটাল থানার নবগ্রামে। জানা যায়, সকাল আটটা নাগাদ জয়নগরের এক যুবক জলসরা নবগ্রামের হাটের কাছে রাস্তার ধারে তাঁর বাইকটি রেখে বাজার করতে যান। সাড়ে আটটা নাগাদ বাজার করে এসে আর বাইকের দেখা পাননি। অনেক খোঁজাখুঁজির পরও মেলেনি বাইকটি। পরে তিনি ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেন। ওই যুবক বলেন, অন্যান্য দিনের মতোই বাইকটি রাস্তার ধারে রেখে হাটে ঢুকেছিলাম। বাইকের হ্যান্ডেলও সঠিক ভাবেই লক করেছিলাম। মাত্র ৩০ মিনিটের মধ্যে এত লোকের মাঝখান থেকে চাবি ভেঙে কীভাবে বাইকটি নিয়ে পালালো চোর সেটাই ভেবে পাচ্ছিনা।

গত ৫ জুলাই সোমবার মাংরুল হাট থেকেও একটি বাইক চুরির গিয়েছে বলে জানা যায়।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: ss.ghatal@gmail.com