এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রাতে টহল দিতে গিয়ে দুর্ঘটনার কবলে দাসপুর থানার সিভিক,ভর্তি হাসপাতালে

Published on: June 28, 2021 । 10:22 AM

শ্রীকান্ত ভুঁইঞা ও ইন্দ্রজিৎ মিশ্র:রাতে ডিউটিরত অবস্থায় দুর্ঘটনার কবলে দাসপুর থানার এক সিভিক। রাতেই সহকর্মীদের সহযোগিতায়া তাকে পাঠানো হল ঘাটাল হাসপাতালে। আহত ওই সিভিকের নাম সঞ্জীব হাজরা বাড়ি দাসপুর থানার জয়কৃষ্ণপুরে। রবিবার রাতে তিনি নন্দনপুরের তেমুহানি স্টিল ব্রিজের কাছে টহল দিচ্ছিলেন।

জানা গেছে রাত প্রায় ২টা নাগাদ ব্রিজের ধারে হঠাৎই পা পিছলে পড়ে যান এবং ব্রিজের লোহার রড গিয়ে লাগে এক চোখে। ক্ষতিগ্রস্ত হয় এক চোখের পাতা। দাসপুর পুলিশের দায়িত্বপ্রাপ্ত অভিসাররা সাথে সাথে সঞ্জীবকে হাসপাতালে নিয়ে যান।

বর্তমান সঞ্জীবের অবস্থা স্থিতিশীল। সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে নানান গুজব রটানো হচ্ছে। সঞ্জীববাবু স্পষ্ট জানান,রাতের অন্ধকার হঠাৎ অসতর্কতাবশত এই দুর্ঘটনা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭