এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

শেখ সামসু আলমের উদ্যোগে দাসপুরের স্বর্ণশিল্পীদের কলকাতায় করোনা ভ্যাকসিন দেওয়া হল

Published on: June 24, 2021 । 7:07 PM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: ঘাটাল মহকুমার স্বর্ণ শিল্পীরা রাজ্য এবং দেশের বিভিন্ন এলাকায় কাজ করেন। তাঁদের মধ্যে অনেকেরই এখনও ভ্যাকসিন নেওয়া হয়নি। দাসপুরের ভূমিপুত্র তথা বিশিষ্টি স্বর্ণশিল্পপতি শেখ সামসু আলাম বিভিন্ন জায়গায় ক্যাম্প করে সরকারি অনুমতি সহকারে ভ্যাসসিন দেওয়ার ব্যবস্থা  করছেন। আজ ২৪ জুলাই কলকাতায় ভ্যাকসিনেশনের একটি ক্যাম্প করা হয়। খুব শীঘ্রই দাসপুরেও একটি ক্যাম্প করা হবে। এছাড়াও অন্যান্য জায়গায় তিনি করোনা ভ্যাকসিনেশনের ক্যাম্প করার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015