এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

২ টি বিষধর সাপ উদ্ধারের পর তুলে দেওয়া হল বনদপ্তরের হাতে

Published on: June 23, 2021 । 6:37 PM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: একটি নয় দু-দুটি বিষধর সাপ উদ্ধার হল আজ দুটি ভিন্ন জায়গা থেকে। প্রথম বিষধর সাপটি ঘাটাল এসডিও অফিস চত্বরে দেখতে পাওয়া যায়। অফিস কর্মীরা জানান, আজ ২৩ জুন অফিসের গেটের কাছে বিশাল আকৃতির চন্দ্রবোড়া সাপ দেখতে পাওয়া যায়। সাপটির কোনও ক্ষতি না করেই তাঁরা বনদপ্তরে খবর দেন। বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। অন্যদিকে চন্দ্রকোণা-১ ব্লকের একবালপুরে অবস্থিত গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বিষধর কেউটে সাপ উদ্ধার করা হয়। সাপটি দেখে বনদপ্তরে খবর দিলে বনদপ্তর থেকে লোক এসে উদ্ধার করে নিয়ে যান। সাপ দুটির স্বাস্থ্য পরীক্ষা করার পর তাদের বনে ছেড়ে দেওয়া হবে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে। 

 

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015