এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জামাই ষষ্ঠীতে এসে ঘাটালে কি জামাই ‘খুন’ হলেন?

Published on: June 17, 2021 । 12:12 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে এসেছিল জামাই, তারপরের দিনই তথা আজ ১৭ জুন জামাইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা। আজ ১৭ জুন সকালে এরকমই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘাটাল শহর লাগোয়া শ্রীপুরে। মৃত জামাইয়ের নাম শুকদেব কুইল্যা(৩০)। বাড়ি ঘাটাল থানার নবগ্রামে। শুকদেববাবুর পরিবারের লোকদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনাটা কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন করতে হয়েছে।  পুলিস জানিয়েছে, মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।  বেলা ১১টা পর্যন্ত ওই ঘটনার জেরে পুলিস কাউকে গ্রেপ্তার করেনি।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015