আকাশ দোলই: যশ ঝড় আছড়ে পড়ার আগেই ঘাটালের নদী তীরবর্তী এলাকায় সতর্কবার্তা দেন ঘাটালের বিডিও সঞ্জীব কুমার দাস, এছাড়া উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ মাজি, ঘাটাল পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হাবিবুর রহমান, ঘাটাল শিলাবতী নদী তীরবর্তী এলাকায় মাইকিং করে সতর্কবার্তা প্রচার করা হয়। ঘাটালের ভিডিও সঞ্জীবকুমার দাস বলেন আমরা নদীর তীরবর্তী এলাকায় সতর্কবার্তা প্রচার করছি ঝড়ের সময় কীকী করবেন, ঝড় আছড়ে পড়ার আগেই পাকার বাড়িতে আশ্রয় নিন এবং বাড়ির বাইরে থাকলে ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নিবেন না, এছাড়াও ঝড়ের বিভিন্ন সতর্কতা মূলক বার্তা দেন।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal