ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার পথে পুত্রসহ মৃত্যু দাসপুরের স্বর্ণশিল্পীর

তৃপ্তি পাল কর্মকার👆স্থানীয় সংবাদ•ঘাটাল:ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে পুত্রসহ দুর্ঘটনায় প্রাণ হারালেন দাসপুরের বাসিন্দা সুমিত জানা (৩৮) তাঁর পুত্র পুত্র আয়ুস(৭)। পরিবার সূত্রে জানা গিয়েছে ২৩ এপ্রিল কর্মস্থল ছত্রিশগড় থেকে দাসপুর থানার উদয়চকে ফিরছিলেন সুমিতবাবুরা। স্ত্রী পুত্র সহ সুমিতবাবুরা মোট নয় জন ছিলেন একটি ইনোভা গাড়িতে। সবাই নিজের রাজ্যে ফিরছিলেন। ছত্রিশগড়ে এখন করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে এবং সেখানে লকডাউন চলছে, তাই আগের বারের লকডাউনের ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে রেখে বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। সুমিতবাবুরাও ট্রেনের টিকিট না পেয়ে গাড়ি ভাড়া করে দাসপুরে ফেরার সিদ্ধান্ত নেন। গাড়িটি রাত ৮ নাগাদ সুমিত বাবুদের নিয়ে ছত্রিশগড় থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেয়। ঘন্টা চারেক পর রাত বারোটা নাগাদ সিঙ্ঘোড়া থানার সয়রাপালি বর্ডারের কাছে একটি ট্রাক ইনোভাগাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান সুমিত বাবু ও তার পুত্র আয়ুস। সুমিতবাবুর স্ত্রী সহ সাত জন মারাত্মক ভাবে জখম হয়েছেন।
এদিকে সুমিতবাবুর বাড়ি ফেরার খবরে দাসপুর থানার উদয়চকে ছিল আনন্দের বাতাবরণ। কিন্তু দুর্ঘটনার খবরে নিমেষেই তা বদলে গেল। কান্নায় ভেঙে পড়ছেন সুমিতবাবুর পরিজনেরা। সুমিত বাবু ও তার পুত্র আয়ুসের দেহ রাস্তায় আসছে। আগামীকাল ২৪ এপ্রিল উদয়চকে তাদের অন্তিম সৎকার করা হবে।

👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!