এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মহিলাদের কটূক্তি, যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিল মহিলারা

Published on: April 22, 2021 । 1:01 PM

শ্রীকান্ত ভুঁইঞা: প্রকাশ্যে মেয়েদের কে হেনস্তা করার অভিযোগে আজ এক যুবককে হাতেনাতে পাকড়াও করল দাসপুর থানার সোনামুই গ্রামের মহিলারা। জানা গেছে, আজ ২২এপ্রিল বৃহস্পতিবার সকালে দাসপুর থানার সোনামুই এলাকায় একটি মাঠের রাস্তার উপর দিয়ে এক যুবক যাওয়ার সময় ওই এলাকার কিছু মহিলাদের সঙ্গে অভদ্র আচরণ করে। সেই সঙ্গে মহিলাদের কটূক্তিও করে বলে অভিযোগ। তখনই ওই মহিলা পাশাপাশি অন্যদের সাহায্য নিয়ে যুবকটিকে হাতেনাতে ধরে ফেলেন। তারপর ওই যুবকটিকে একটি মন্দিরে বেঁধে রেখে এবং পুলিশকে খবর দেওয়ার ব্যবস্থা করা হয়। দাসপুর থানার পুলিস ওই যুবকটিকে আটক করে থানায় তুলে নিয়ে যায়। পুলিস জানিয়েছে, যুবকটির বাড়ি দাসপুর থানারই রাধাকান্তপুরে। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/