মন্দিরা মাজি,👆 স্থানীয় সংবাদ, ঘাটাল:ঘাটাল মহকুমায় দুরন্ত গতিতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে। আজ ১৬ এপ্রিল চন্দ্রকোণা থানার পাইকমাজিটাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত তিন দিনে ঘাটাল মহকুমা আদালতের এক আইনজীবী সহ ৫০ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় উদ্বিগ্ন সারা মহকুমাবাসী সহ প্রশাসনও। ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল বলেন, আজ সকালে করোনা আক্রান্ত হয়ে যে বৃদ্ধাটি মারা গিয়েছেন তাঁর বাড়ি চন্দ্রকোণা-১ ব্লকের পাইকমাঝিটায় (৬০)। •ভিডিও
এদিকে ঘাটাল আদালতের এক আইনজীবী গতকাল করোনাতে আক্রান্ত হওয়ার ফলে আইনজীবীরা চরম উদ্বিগ্ন। ঘাটাল বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবপ্রসাদ পাঠক বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আমাদের সহকর্মীর করোনা আক্রান্তের কথা জানতে পেরে আজ একটি জরুরি বৈঠকে বসে আগামীকাল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আদালতের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
প্রসঙ্গত, সংক্রমণের হার কমে যাওয়ায় ঘাটাল মহকুমা হাসপাতালে কোভিড ওয়ার্ডগুলিতে বেশ কিছু দিন রোগী ভর্তি বন্ধ হয়ে গিয়েছিল। এপ্রিল মাসের ৮ তারিখ থেকে ঘাটাল হাসপাতালের কোভিড ওয়ার্ডে আবার রোগী ভর্তি হতে শুরু করেছে। জানা যায়, গত বৎসর ২ সেপ্টেম্বর ঘাটাল হাসপাতালে মূলত করোনা আক্রান্ত রোগীদের জন্য এই কোভিড ওয়ার্ডটি খোলা হয়। ৮০ টি বেডের ব্যবস্থা করা হয় ওয়ার্ডে। গত বছর ৪ সেপ্টেম্বর থেকে ওই ওয়ার্ডে রোগী ভর্তি হতে শুরু করে। এইভাবে প্রায় ৭০ টি পর্যন্ত বেড ভর্তি হয়ে যায়। তারপর নভেম্বর ডিসেম্বর মাসে ধীরে ধীরে কমতে থাকে এবং একসময় বন্ধ হয়ে যায় ওয়ার্ডটি। কিন্তু বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ এসেছে এবং উদ্বেগজনক ভাবে বাড়ছে করোনা। যার ফলে পুনরায় ওই ওয়ার্ডটি চালু করা হয়েছে। পঞ্চাননবাবু বলেন, এই বছর ৮ এপ্রিল প্রথম একজন রোগী শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন ওই ওয়ার্ডে। তারপর আসতে আসতে একজন দুজন করে বাড়তে থাকে। এখন ওই ওয়ার্ডে প্রায় ১৬ জন রোগী করোনা পজিটিভ নিয়ে ভর্তি আছেন। আজ একজন মারা যাওয়ার পর স্বাস্থ্য প্রশাসন বেশ উদ্বিগ্ন।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন