তৃণমূল পরিচালিত ঘাটালের একের পর এক গ্রাম পঞ্চায়েত অফিসে চুরি, বিজেপির দাবি চুরির নামে দুর্নীতির তথ্য লোপাট

মনসারাম কর: ঘাটাল ব্লকের একের পর এক গ্রাম পঞ্চায়েত অফিস থেকে চুরির ঘটনাকে সামনে রেখে রাতের অন্ধকারে  তথ্য লোপাটের অভিযোগ উঠল। গত একমাসের মধ্যে ইড়পালা, মনশুকা-২ এবং মনোহরপুর-১ গ্রাম পঞ্চায়েত অফিস মিলিয়ে মোট তিনটি পঞ্চায়েত অফিস থেকে রাতের অন্ধকারে ল্যাপটপ থেকে তথ্য ডিলিট সহ আলমারি ভেঙে ফাইল হাতানোর কথা উঠে এসেছে প্রধান উপপ্রধানদের তরফে। দেখা গেছে তিনটি চুরির ঘটনার ক্ষেত্রেই তথ্য লোপাট বা তথ্য হাতানোর মিল রয়েছে। প্রসঙ্গত তিনটি গ্রাম পঞ্চায়েতই তৃণমূল পরিচালিত। এই নিয়ে বিজেপির ঘাটাল সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে জানিয়েছেন, তৃণমূল চুরির মিথ্যে ঘটনা সাজিয়ে পঞ্চায়েত অফিসের কোটি কোটি টাকার দুর্নীতির তথ্য লোপাট করছে, সরষের মধ্যেই যে ভূত রয়েছে তা পরিষ্কার। ঘাটালের বিডিও সঞ্জীব দাস জানিয়েছেন এটা তদন্তের ব্যাপার, এই নিয়ে কিছু মন্তব্য করবেন না। প্রসঙ্গত গত ১ মার্চ দুটি চুরির ঘটনার বিশ্লেষন করে আমরা আমাদের খবরে সাফ জানিয়েছিলাম দুটি চুরির সাথে যে তথ্য লোপাটের মিল খুঁজে পাওয়া গেছে তাতে অন্য গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও এই ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, গত রাতে মনোহরপুর-১ গ্রাম পঞ্চায়েতের ঘটনা আমাদের সেই আশঙ্কাতেই সিলমোহর পড়ল বলেই মনে করা হচ্ছে। গত একমাস আগে দুটি গ্রাম পঞ্চায়েতে চুরির খুঁটি নাটি বিশ্লেষন করে আমরা যে খবর করেছিলাম তা নিচের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। https://ghatal.net/theft-at-mansuka/

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।