যোগীর সভা থেকে ফেরার মুখে আক্রান্ত বিজেপির কর্মী-সমর্থকেরা

শুভম চক্রবর্তী: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার মুখে আক্রান্ত বিজেপির কর্মী-সমর্থকেরা। ২৫ মার্চ চন্দ্রকোণার মল্লেশ্বরপুরে বিজেপির প্রার্থী শিবরাম দাসের সমর্থনে আসেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি জনসভা ছিল। অভিযোগ, সেই সভা শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত বিজেপির কর্মী-সমর্থকরা, নিখোঁজ হয় চার জন। ঘটনাটি ঘটে কেশপুর অঞ্চল চুঁচুড়াতে।দলীয় তরফে অভিযোগ, চন্দ্রকোণার সভা থেকে ফেরার পথে চুঁচুড়া অঞ্চলে হঠাৎই বিজেপি সমর্থক দের ওপর হামলা হয়। মারাত্মকভাবে আহত হয় ১৭জন এবং ৪জন সক্রিয় বিজেপি কর্মীকে ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আহতদের নাড়াজোল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। আহতরা দুবরাজপুর,রায়কুন্ডু ও কিসমৎ নাড়াজোলের বাসিন্দা।
রাত্রেই আহতদের দেখতে হাসপাতালে যান চন্দ্রকোণার বিজেপি প্রার্থী শিবরাম দাস। শিবরামবাবু বলেন ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। ভারতীয় জনতা পার্টির জয় সুনিশ্চিত দেখে তৃণমূল দিশেহারা হয়ে পড়েছে। আমাদের দলের একাধিক কর্মী আহত এমনকি ৪জন নিখোঁজ।দলের তরফে আমরা থানায় এবং নির্বাচন কমিশন এর কাছে অভিযোগ জানাচ্ছি। এদিকে তৃণমূলের জেলা কমিটির সদস্য শ্যামপদ পাত্র বলেন, ওই ঘটানার সঙ্গে তৃণমূলের কোনও যোগসূত্র নেই। বিজেপির প্রার্থী নিয়ে ওদের নিজেদের মধ্যে চরম কোন্দল রয়েছে। ওই ঘটনা তারই বহিপ্রকাশ বলে জেনেছি। পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।