এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

হুইল চেয়ারে বসেই দাসপুরে মুখ্যমন্ত্রী,বেলিয়াঘাটায় তৎপরতা তুঙ্গে

Published on: March 23, 2021 । 8:17 AM

ভাঙা পা,হুইলচেয়ারে বসেই ২৬ মার্চ শুক্রবার কলকাতা থেকে আকাশ পথে সোজা দাসপুরের বেলিয়াঘাটায় আসছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা এবার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে ২১ মার্চ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পর্যবেক্ষণ করলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী,ঘাটাল ও দাসপুর থানার ওসিদেরকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ নিরাপত্তার দল। দাসপুরের বেলেঘাটায়ই তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড,ওই দিন দুপুরে কলকাতা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী এই বেলিয়াঘাটাই হেলিকপ্টার থেকে নামবেন। এখন দাসপুরের বেলেইঘাটার মাঠে কঠোর নিরাপত্তার মাঝে চলছে মুখ্যমন্ত্রীর জনসভার চূরান্ত প্রস্তুতি। রাজ্য জুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা, জানা গেছে ২৬ মার্চের মুখ্যমন্ত্রীর সভার মঞ্চে নেতা কর্মীদের সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে,পাশাপাশি মঞ্চে মুখ্যমন্ত্রীর সাথে যারা থাকবেন তাদের করোনা রিপোর্টও করানো হচ্ছে। সব মিলিয়ে ভোটের ঠিক ৪ দিন আগে দাসপুরের বুকে তৃণমূলের সুপ্রিমোর সশরীরে উপস্থিতি ঘাটাল দাসপুরের তৃণমূল নেতৃত্বের পাশাপাশি দলীয় সমর্থকদেরও বেশ চাঙ্গা করবে,সে বিষয়ে কোনো প্রশ্ন নেই

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now