রবীন্দ্র কর্মকার: সাধারণ ছেলে-মেয়েদের তুলনায় যোগব্যায়াম করা ছেলেমেয়েদের শরীরের নার্ভাস সিস্টেম ও ব্রেন একটু আলাদা হয়। এবং সেটাই বৈজ্ঞানিক পদ্ধতিতে হাতে কলমে দেখানোর জন্য ঘাটাল থেকে বেশ কয়েকজন ছাত্র যারা নিয়মিত যোগচর্চা করে তাদের ডেকে নিয়ে গবেষণা চালাচ্ছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যোগ ডিপার্টমেন্ট। ঘাটালের রামধনু যোগ প্রশিক্ষণ কেন্দ্রের সাতজন ছাত্রকে সম্প্রতি কলকাতায় ডেকে ওই বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের অধ্যক্ষ ড. শ্রীদীপ চট্টোপাধ্যায় এবং পুনিত ম্যাডামের তত্ত্বাবধানে ছাত্রদের ওপর নিউরো ফিজিওলজিক্যাল টেস্ট সহ কিছু পরীক্ষানিরীক্ষা চালানো হয়। তাতে প্রাথমিকভাবে জানা যায় যোগব্যায়াম না করা সাধারণ ছেলেমেয়েদের তুলনায় যোগব্যায়াম করা ছেলেদের মস্তিষ্ক এবং নার্ভ বেশি সচল। ঘাটালের রামধনু যোগ প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার তথা যোগ প্রশিক্ষক বাপন মান্না বলেন, আমাদের যোগব্যায়াম সেন্টারের ছাত্র তথা মনোহরপুর মার্ক্স মৃত্যু শতবার্ষিকী হাইস্কুলের ছাত্র মলয় মণ্ডল ও প্রসেনজিৎ দত্ত, সাগরপুর হাইস্কুলের ছাত্র জিতু হাইত, সুপ্রতীম হাইত, সুজন খামরই, গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাইস্কুলের ছাত্র অপূর্ব সামন্ত এবং জোৎকানুরামগড় কেএন পাল হাইস্কুলের ছাত্র প্রীতম মাখালকে ওই গবেষণার জন্য পাঠানো হয়েছিল। গবেষকরা জানান, গবেষণায় যে তথ্য উঠে এসেছে তা রিপোর্ট আকারে পরে জানানো হবে। বাপনবাবু বলেন, যোগ যে বিজ্ঞান ভিত্তিক তা আমরা বার বার বলে আসছি। সেটাই গবেষকরা প্রমাণ করলেন। রিপোর্ট হাতে এলে এটা আরও পরিষ্কার হয়ে যাবে। যোগ যে এতো বড়ো একটা সাবজেক্ট সেটা এবার আমরা সকলের কাছে তুলে ধরতে বদ্ধপরিকর। সকলেরই উচিত যে যার সাধ্যমত যোগব্যায়ামে অংশ নেওয়া এবং নিয়মিত যোগব্যায়াম করা।
Home এই মুহূর্তে অন্যান্য ঘাটালের কয়েকজন ছেলেদের নিয়ে যোগব্যায়াম বিষয়ক গবেষণা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়