তৃণমূলের ক্ষীরপাই শহর সভাপতির বিরুদ্ধে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ

মনসারাম কর: অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল তৃণমূলের ক্ষীরপাই টাউন সভাপতি বিশ্বনাথ পাহাড়ীর বিরুদ্ধে। অভিযোগ, সরকারি অনুমতি না নিয়েই বিশ্বনাথবাবু রাজনৈতিক ক্ষমতার বলে অবৈধভাবে একটি পুকুর ভরাট করছেন। তাঁর এই নিয়ম বিরুদ্ধ কাজ নিয়ে নানান চর্চা শুরু হয়েছে ক্ষীরপাই শহরে। বেআইনিভাবে পুকুর ভরাটের কথা মেনে নিয়েছেন বিশ্বনাথবাবু নিজেও। তিনি বলেন, এটা পুকুর নয় ডোবা, তবে পুকুর ডোবা বা জলাশয় ভরাট করার ক্ষেত্রে সরকারের যে নিয়ম রয়েছে তা এখানে মানা হয়নি, এটা অবশ্যই ভুল, ক্ষীরপাই শহরে মাটির পাওয়ার সমস্যা রয়েছে তাই হাতের সামনে কিছু মাটি পেয়ে অনুমতি না নিয়েই কাজ শুরু করা হয়েছিল। পুরসভার নাকের ডগায় দিনের পর দিন ভরাট কাজ চললেও পুরসাভার নিরবতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। ক্ষীরপাই পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন  দুর্গাশঙ্কর পান স্পস্ট জানিয়েছেন বিশ্বনাথ পাহাড়ী আইন বিরুদ্ধ কাজ করেছেন, একজন নেতৃত্বের এই ধরণের বেআইনি কাজ করা ঠিক হয়নি, যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য বিষয়টি পুরসভার তরফে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জানানো হয়েছে।
প্রসঙ্গত, সরকারি নিয়ম অনুযায়ী পুকুর ডোবা বা জলাশয় ইচ্ছে মত ভরাট করা যায় না, তা ভরাট করতে গেলে ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অনুমতি নিতে হয়। অবৈধভাবে এই কাজ করলে আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে পারে প্রশাসন। বিশেষ সূত্রে জানা ওয়াটস অ্যাপ মারফত পুকুর ভরাটের অভিযোগ পৌঁছেছে জেলা শাসকের অফিসেও। কিন্তু ক্ষোদ তৃণমূলের শহর সভাপতির এহেন কাজের বিরুদ্ধে প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহন করে কিনা সেদিকে তাকিয়ে শহরের একাংশ।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।