কুণাল সিংহরায়: ২০০৮ সালে ২৯ সেপ্টেম্বর, ১২ আশ্বিন কাজ শুরু করেছিল বিদ্যাসাগর চক্র। ঘাটাল পশ্চিম ও ঘাটাল চক্রের পুনর্বিন্যাস ঘটিয়ে তৃতীয় চক্র হিসেবে খড়ারে স্থাপিত হয়েছিল এই চক্রের অফিস। ঘাটাল ব্লকের ইড়পালা, সুলতানপুর, মনশুকা এবং বীরসিংহ গ্রামপঞ্চায়েত এবং খড়ার পৌরসভা কেন্দ্রিক এই অফিসে প্রথম পূর্ণ সময়ের পরিদর্শকের দায়িত্ব নিয়ে শুরুতেই যোগ দেন স্বরূপ বিশ্বাস কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি তাঁর শিক্ষকতা জীবনে ফিরে যান। তারপর থেকে এই চক্র অন্য কোনও চক্রের এসআইকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে এই চক্র চালানোর ব্যবস্থা করা হয়েছে। নতুন পরিদর্শিকাকে পেয়ে যারপরনাই আপ্লুত চক্রকর্মী থেকে ওই চক্রের বিদ্যালয়গুলির শিক্ষক-শিক্ষিকারাও।
নবনিযুক্ত বিদ্যালয় পরিদর্শকের নাম বহ্নিশিখা দে। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের বালিচকে। প্রথম কর্মজীবন এবং তাও আবার বিদ্যালয় পরিদর্শকের মত গুরুদায়িত্বে কিন্তু সদাহাস্যজ্বল বহ্নিশিখাদেবী একটুও বিচলিত নন।সকলের সহযোগিতা তিনি চেয়েছেন এবং তিনি যথাসাধ্য চেষ্টা করে শিক্ষাব্যাবস্থাকে এক উন্নত মাত্রায় নিয়ে যেতে পারবেন বলে আস্থাশীল। আজ ১৫ ফেব্রুয়ারি ঘাটাল চক্রের পরিদর্শক সৌমেন দেকে সাথে নিয়ে কাজে যোগ দিতে আসেন তিনি।বর্তমান ভারপ্রাপ্ত পরিদর্শক অমিতাভ দিয়াশীর মাতৃবিয়োগ ঘটায় তিনি আজ উপস্থিত থাকতে পারেননি বলে জানা গিয়েছে।