এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কের খুকুড়দহে পথ দুর্ঘটনা,জখম ১

Published on: February 8, 2021 । 8:09 PM
আহত মহিলা

শ্রীকান্ত ভুঁইঞা:ঘাটাল পাঁশকুড়া সড়কে আবারও পথ দুর্ঘটনা জখম ১ মহিলা। ঘটনা দাসপুর থানার খুকুড়দহে। আজ ৮ ফেব্রুয়ারী বিকেল প্রায় ৫টা নাগাদ ওই সড়কের খুকুড়দহ বাজারে রাস্তা পারাপারের সময় এক মহিলা বাইকের ধাক্কায় গুরুতর জখম হন বলে দাসপুর পুলিশ সূত্রে জানা গেছে।

আহত মহিলার নাম সন্ধ্যা ভুঁইঞা(৫০)। আহতের দুই পায়ে চোট। স্থানীয়রাই তৎপরতার সাথে আহত ওই মহিলার চিকিৎসা্র ব্যবস্থা করেন। উদ্ধারকারীদের ধারনা মহিলার দুই পায়ের হাড় ভেঙেছে। প্রত্যক্ষদর্শীরা জানান বাইকটি ঘাটালের দিকে যাচ্ছিল। বাইক সহ চালককে সনাক্ত করা সম্ভব হয়নি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭